কড়া নজর প্রতিবেদকঃ
২১০টি অনিয়মিত পত্রিকা যেগুলো আসলে ছাপা হয় না। মাঝে মাঝে ছাপা হয়। এই পত্রিকাগুলো বন্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ভাবনা দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “এই পত্রিকাগুলা মাঝে মাঝে কোথা থেকে ছাপা হয় কেউ জানে না। গণমাধ্যমের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কিছু ধান্ধাবাজও তৈরি হয়েছে। এটাই বাস্তবতা। কেউ গণমাধ্যমকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এগুলোর থাকার দরকার নেই।”