কড়া নজর প্রতিবেদকঃ
মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস আগামী ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “এ মাসের ১৩ তারিখ থেকে সশরীরে ক্লাস নেওয়া হবে। তবে দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে।”
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনায় অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে। মডার্না এবং ফাইজার শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে শিক্ষার্থীদের এই টিকা দিয়েছে।”
“অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি সিদ্ধান্ত দেবে। ক্লাস শুরু পর মেডিকেল শিক্ষার্থীদের রোগীর কাছাকাছি যেতেই হবে। সেক্ষেত্রে প্রথম দিকে নন-কোভিড রোগীদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে তাদেরকে কোভিড রোগীর কাছেও পাঠানো হবে।”