কড়া নজর প্রতিবেদকঃ
১২ থেকে ১৮ বছরের বয়সের মধ্যে শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিন মডার্না ও ফাইজার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পর্যাপ্ত টিকাপ্রাপ্তির সাপেক্ষে ১২ বছরের ঊর্ধ্ববয়সী শিক্ষার্থীদের টিকাদান শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেঁজগায়ে “বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল”-এর অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন জাহিদ মালেক।
মন্ত্রী আরও জানান, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকাদানের বিষয়টি নির্ভর করছে বয়সের ওপর। শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের উপরে হলে তারা করোনাভাইরাসের যেকোনো টিকা গ্রহণ করতে পারবে। কিন্তু ১২ বছরের উপরে ও ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের উন্নত দেশগুলোতে শুধুমাত্র মডার্না কিংবা ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। তাই আমাদের দেশেও যদি শিক্ষার্থীদের টিকা দেওয়া হয় তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসরন করেই দেওয়া হবে।”