কড়ানজর প্রতিবেদকঃ
আগামী মঙ্গলবার (১০ আগস্ট) থেকে একযোগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কার্যক্রম শুরু হবে। এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান।
রবিবার (৮ আগস্ট) কক্সবাজার সিভিল সার্জন জানান, সরকার দেশব্যাপী স্থানীয়দের মাঝে গণটিকা প্রদানের পাশাপাশি রোহিঙ্গাদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী ১০ আগস্ট থেকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
ডা. মাহাবুব জানান, “প্রথম দফায় ৫৫ বছরের বেশি প্রায় সাড়ে ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পে যারা এ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবেন তাদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে বিশেষ করে মাঝি, মসজিদের ইমাম এবং স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হবে। এ সংখ্যাও প্রায় ১৮ হাজার। ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের ৫৬ টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।”