ইশা খাঁ রাজধরের প্রতি ঘৃণার কটাক্ষ নিক্ষেপ করিয়া কহিলেন, “উনি আবার শিকারি নন, উনি জাল পাতিয়া ঘরের মধ্যে শিকার করেন। উঁহার বড়ো ভয়ানক শিকার। রাজসভায় একটি জীব নাই যে উঁহার ফাঁদে একবার-না-একবার না পড়িয়াছে।” চন্দ্রনারায়ণ দেখিলেন কথাটা রাজধরের মনে লাগিয়াছে — ব্যথিত হইয়া বলিলেন, “সেনাপতি সাহেব, তোমার তলোয়ারও যেমন তোমার কথাও তেমনি, উভয়ই শানিত – যাহার উপরে গিয়া পড়ে, তাহার মর্মচ্ছেদ করে।” (মুকুট – রবীন্দ্র নাথ ঠাকুর)