
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতালে (বারডেম-২) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটের দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন। তিনি বলেন, বারডেম-২ এর সেগুনবাগিচায় মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতালের চতুর্থ তলায় এসি থেকে আগুনের সূত্রপাত।