কড়ানজর প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন করোনাভাইরাসে সংক্রমিত মা কানন প্রভা পাল (৬৫)। একই হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে সংক্রমিত ছেলে শিমুল পালেরও আইসিইউয়ের দরকার হয়। শয্যা খালি না থাকায় পরিবারের সিদ্ধান্তে মায়ের আইসিইউ শয্যায় শিমুলকে চিকিৎসা দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় মা কানন প্রভার। শিমুলের অবস্থা এখনো সংকটাপন্ন।
বুধবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ২২ জুলাই শিমুল ভর্তি হন।
নগরের দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনির বাসিন্দা শিমুলেরা। শিমুলের কয়েক দিন আগে করোনায় আক্রান্ত কানন প্রভাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মো. আবদুর রব বলেন, ‘আমাদের ১৬টি আইসিইউতে সব সময় রোগী থাকছে। শিমুলের আইসিইউ দরকার হলেও খালি না থাকায় দেওয়া সম্ভব হচ্ছিল না। আমরা নিরুপায়। পরিবার বন্ড দিয়ে কানন প্রভাকে আইসিইউ থেকে নামিয়ে নেয়।’