কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়া চালা গ্রামে নিজ বাড়ি থেকে নুসরাত সামিয়া (৩) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু নুসরাত সামিয়া সুরুজ মিয়ার মেয়ে।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিশুর বাবা।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। নুসরাত সামিয়ার সন্ধান পেতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
শিশুর বাবা জানান, গত সোমবার (৩০ আগস্ট) সকালে শিশুর মা শিশুটিকে ঘরে বসিয়ে রেখে মাঠ থেকে গরু আনতে বেরিয়ে যায়। বাড়ি ফিরে ঘরের ভেতরে শিশুটিকে না পেয়ে আশপাশের বিভিন্ন জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।