কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে বুধবার (২৫ আগস্ট) পৌর এলাকা থেকে ৭২ ক্যান বিয়ারসহ মাসুদ মাদবর (২৮) নামে মাদক ব্যবসায়ী যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় তার ভাড়া বাসা থেকে ৭২ ক্যান বিয়ারসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার মাসুদ মাদবর শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাসুদের ভাড়া বাসা থেকে তল্লাশি করে ৭২ ক্যান বিয়ার উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।