কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরির অভিযোগে মো: জাকির হোসেন (৩৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) ভোররাতে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া গ্রামের বাসিন্দারা ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মো: জাকির হোসেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোহাজুড়ি গ্রামের মো. কাশেম আলীর ছেলে। জাকির গাজীপুরের ওমেগা সোয়েটার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ জন্য তিনি চন্নাপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
চন্নাপাড়া গ্রাম ছাড়াও আনসার রোড এলাকা থেকেও তাঁরা বেশ কয়েকটি কঙ্কাল চুরি করেছেন। একেকটি কঙ্কাল তাঁরা ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করতেন বলে জানিয়েছেন জাকির।
জাকিরকে আটকের সময় তাঁর সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে গেছেন। জাকিরের দেওয়া তথ্যমতে, পালিয়ে যাওয়া অপর দুজন হলেন মো. রাজন ও মো. মজনু। তাঁরা তিনজন একই বাড়িতে ভাড়া থাকতেন।