কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরের আগুনে বসতবাড়ির ১২টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদি গ্রামের ভিয়েলাটেক্স স্পিনিং মিলের সামনে আবুল কাশেমের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, অবৈধ গ্যাসলাইন সংযোগ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।
বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ১২টির মতো আধাপাকা টিনশেড শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) ফজরের নামাজ শেষে আগুন লাগার খবর পান পরে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিক আগুন লাগান কারণ জানাতে পারেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাড়াটিয়ার মাধ্যমে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া বাড়িতে অবৈধ সংযোগ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।