কড়া নজর প্রতিবেদক ঃ
মাটি কাটা শ্রমিক ইদ্রিসের কোদাল ধাতব বস্তুর সঙ্গে আঘাত লেগে ঝনঝন শব্দ করে ওঠে। ইদ্রিস সচকিত। তার ও অন্য শ্রমিকদের কৌতুহল বেড়ে যায়। সযতেœ মাটি সরিয়ে একটি রুপার চাকতি পেয়ে যায়। পরে একে একে ওঠে আসে আরও ২৯ টি।
শনিবার দুপুরে গাজীপুর সদরের দিগধা গ্রামে জনৈক দিগেন মল্লিকের বাড়ি সংলগ্ন জমির মাটি কাটার সময় এ ঘটনা ঘটে। পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর যায় পুলিশ ফাঁড়ি পর্যন্ত। স্থানীয় আমতলী ফাঁড়ির পুলিশ ধাতব চাকতি উদ্ধার করে নিয়ে আসে।
আমতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফ জানান, প্রতিটি এক ভরি ওজনের ৩০টি রোপ্যমুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রার গায়ে ইন্ডিয়ান ওয়ান রুপি এবং ১৯০৭, ১৯১২, ১৯১৪ ও ১৯১৬ সাল খোদাই করা আছে।
তিনি আরও বলেন, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনা জানানো হয়েছে। আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়া প্রক্রিয়াধীন।