কড়া নজর প্রতিবেদকঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক রোহিঙ্গা ছেলেশিশুর (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এরপর কোস্টগার্ডের সদস্যদের খবর দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে থাকা এই অজ্ঞাতনামা শিশুটির লাশ উদ্ধার করা হয়।
ওই শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি গনমাধ্যমকে জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার (২০ আগস্ট) সকালে কোস্টগার্ডের সদস্যদের সীতাকুণ্ড থানা থেকে লাশটি ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।