কড়ানজর প্রতিবেদকঃ
শুক্রবার (১৩ আগস্ট) রাতে প্রায় ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা একটি ছোট নৌকায় করে ভাসানচর থেকে পালানোর সময় বঙ্গোপসাগরে একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন রোহিঙ্গা। শুক্রবার ভাসানচর থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্বে বঙ্গোপসাগরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
রবিবার (১৫ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড ইস্ট জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।
তিনি বলেন, “শুক্রবার রাতে প্রায় ৩৮ থেকে ৪০ জন রোহিঙ্গা একটি ছোট নৌকায় করে ভাসানচর থেকে পালানোর চেষ্টা করে। প্রতিকুল আবহাওয়ার কারণে নৌকাটি উপকূল থেকে প্রায় ১৫-২০ কিলোমিটার পূর্বে ডুবে যায়। মাছ ধরার নৌকায় প্রায় ১৪ জন রোহিঙ্গা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে।”
বর্তমানে দুটি উপকূলরক্ষী বাহিনী এবং একটি নৌবাহিনীর জাহাজ বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান পরিচালনা করছে।