কড়া নজর প্রতিবেদকঃ
রোববার (৫ সেপ্টেম্বর) গাজীপুরের ভাওয়াল রাজদীঘিতে গোসল করতে গিয়ে শাহীন চৌধুরী (১৪)নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন ।
সে শেরপুরের নকলা উপজেলার লাভা এলাকার রাজু চৌধুরীর ছেলে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, শহরের রাজদীঘির পশ্চিমপাড় এলাকার সামাদ চেয়ারম্যানের বাড়িতে সপরিবারে ভাড়া থাকেন রাজু চৌধুরী। তার ছেলে শাহীন চৌধুরী আজ দুপুরে আরও দুই বন্ধুর সঙ্গে বাসার পাশের ইতিহাসখ্যাত ভাওয়াল রাজদীঘিতে গোসল করতে যায়। গোসল করার সময় তারা সাঁতরে অপর পাড়ে যাচ্ছিল। এ সময় তারা দীঘির মাঝামাঝি পৌঁছালে শাহীন গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা পাড়ে উঠে আসে এবং চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে শহীনের খোঁজ করেও সন্ধান পায়নি।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে শাহীনের নিথর দেহ উদ্ধার করে। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।