কড়া নজর প্রতিবেদকঃ
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি বিজ্ঞাপনে ৮৯ যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতির প্রজ্ঞাপন জানিয়েছে। সব মিলিয়ে এখন সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা ৫০৫।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দুজন বর্তমানে রিয়াদ ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন। বাকিরা দেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত।
নিয়মানুযায়ী তাঁদের সবাইকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এরপর তাঁদের নতুন করে পদায়ন করা হবে।
তবে কয়েক বছর ধরে পর্যাপ্ত পদ না থাকায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও প্রথম দিকে আগের পদেই দায়িত্ব পালন করতে হচ্ছে।