কড়া নজর প্রতিবেদকঃ
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে অ্যামট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন। শনিবার (২৫ আগস্ট) স্থানীয় সময় বিকাল ৪টার দিকে জোপলিন শহরের কাছে ট্রেনের পাঁচটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনটি শিকাগো থেকে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।
রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক জানিয়েছে, তাদের ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। ক্রু ছিলেন ১৩ জন।
দুর্ঘটনায় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীরা বগির ভেতরে আটকে পড়েন।
দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।