কড়া নজর প্রতিবেদকঃ
রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে একটি বাসা থেকে মা ও তার দেড় বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরপর মরদেহ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে রোমার স্বামী আব্দুল অহিদ পলাতক আছেন। ঘটনাস্থল থেকেহাতুড়ি ও বালিশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই মায়ের নাম রোমা আক্তার (২৭)। শিশুটির নাম মো. রিশাদ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অহিদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলেও ধারণা তাদের।