কড়া নজর প্রতিবেদকঃ
মালয়েশিয়ার পুলিশ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি, কাজাং -এ একটি শেয়ার্ড হাউস এলাকায় এই অভিযান চালিয়ে ২৯৭ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে তন্মোধ্য ৯৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের অভিযানে এসব অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
এ সময় ৩২৬ জন বিদেশিকে আটক করা হয়। কাগজপত্র যাচাইয়ের পর ২৯৭ জনকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।
তাদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি রয়েছেন। ৯৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ২৮ জন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ৬৬ জন, ঘানার একজন এবং ভিয়েতনামের ৬ জন পুরুষ ও সাতজন নারী রয়েছেন।
স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ।
দাউদ বলেন, “আশপাশের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব অভিবাসীরা স্বাস্থ্যবিধি মানেন না। তাদের বসবাসের স্থান ঘনবসতিপূর্ণ। এ এলাকায় আবাসন ও কর্মচারী সুবিধা আইন (আইন ৪৪৬) মানা হয়নি। যাদের বৈধ কাগজপত্র নেই। যেসব বিদেশিকে আটক করা হয়েছে তাদের অধিকাংশই নির্মাণশ্রমিক। কেউ কেউ ব্যবসায়ী।”