
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে করোনা ভাইরাসে আক্রান্ত এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিনিয়র জেল সুপার আবু জায়েদ জানান, মৃত ব্যক্তি অনুকূল ইসলাম। সে ঈশ্বরগঞ্জ উপজেলার উজান চর নওপাড়া গ্রামের মৃত আমজদ আলী মন্ডলের পুত্র। প্রায় ৮/৯ মাস আগে সে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন। কেন্দ্রীয় কারাগারে প্রায় ১৮শতাধিক কয়েদি ও হাজতি রয়েছে। এদিকে একনারী কারারক্ষীর বাস ভবন লকডাউন করেছে কর্তৃপক্ষ।