
উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে বিদেশে মানব পাচারকারী দালাল চক্রের অন্যতম সদস্য কাজী সালেহ আহাম্মদ ওসমানী মাসাকে (৩৬), জেলার ফুলপুর উপজেলার তিতপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে ঐ গ্রামের কাজী শিব্বির আহম্মেদ এর ছেলে। গতকাল শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, প্রায় সাড়ে ১৪লাখ টাকার বিনিমিয়ে চক্রটি ৪জনকে ভিয়েতনাম পাঠায়। সেখানে তারা মানবেতর জীবন যাপন করছে।