কড়া নজর প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় শনিবার (২৮ আগস্ট) সকাল পর্যন্ত ২২ জনের মৃতদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।
তিনি জানান, দিনভর উদ্ধার অভিযান চালিয়েছে ডুবুরি দল। বিকেল ডুবে যাওয়া ট্রলারের তলদেশে ডুবুরিরা সর্বশেষ তল্লাশি করে। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে ট্রলারটি নিরাপদ স্থানে রাখার পর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
আটককৃতরা হল– বালুবাহী ট্রলারের চালক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামের জামির মিয়া এবং তার দুই সহযোগী খোকন মিয়া ও রাসেল মিয়া।
তিনি জানান, শুক্রবার (২৭ আগস্ট) দুর্ঘটনাস্থলের পাশের ইউনিয়ন চরইসলামপুর থেকে স্থানীয়রা ওই তিন জনকে আটক করে বিজয়নগর থানায় সোপর্দ করেছেন।