কড়ানজর প্রতিবেদকঃ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে তার কয়েকজন সহপাঠীর বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বুয়েট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার এই তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, হেনস্থার শিকার নারী শিক্ষার্থীর পক্ষ হয়ে ওই ব্যাচের শ্রেণি প্রতিনিধি বিষয়টি জানায়। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।
তবে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন করার স্বার্থে গঠিত তদন্ত কমিটির প্রধান ও অন্যান্য সদস্যের নাম বুয়েটে প্রকাশ করে না।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়‑ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৯তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে উঠে একই ব্যাচের জারিফ হোসাইন ও তার তিন বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত বাকিরা হলেন— সালমান সায়ীদ, জারিফ ইকরাম ও জায়ীদ মনোয়ার চৌধুরী।