কড়া নজর প্রতিবেদকঃ
গাজীপুরে পৃথক দুই ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৮ আগস্ট) সকালে একটি স্টিল মিল ও একটি ফিড মিলে তারা মারা যান বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার লতিফগঞ্জ এলাকার শামসুল হকের ছেলে নূর ইসলাম (৩৮) ও ময়মনসিংহের ত্রিশাল থানার রাজাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে শরীফ হোসেন (২৬)।
টঙ্গী পশ্চিম থানার এসআই উত্তম কুমার জানান, টঙ্গী মিলগেট এলাকায় ভাড়া বাসায় থেকে এসএস স্টিল নামে একটি কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করতেন নূর ইসলাম। শনিবার সকালে কারখানায় রডের কাজ করার সময় রডের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শ লেগে বিদ্যুৎপৃষ্ট হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার এসআই অহিদুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় নিউহুপ ফিড নামে একটি কারখানায় কাজ করতেন শরীফ হোসেন। কাজ করার একপর্যায়ে তিনি শনিবার সকাল ১০টার দিকে কারখানার ভেতরে বিদ্যুৎপৃষ্ট হন। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।