
রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা হয়। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। তিনি বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে কার্টুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।