কড়া নজর প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। ঘিরে রাখা বাড়ি থেকে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ভবনে আর কেউ আছে কি না, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদে জানা যাবে। র্যাবের অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
খন্দকার আল মঈন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ বসিলার একটি বাসায় অভিযান চালিয়ে একজন জঙ্গিকে আটক করেছে। বাড়িটিকে গোপনে জঙ্গিরা গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতো।”
এদিকে ঘটনাস্থলের আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে র্যাব সদস্যরা। ওই এলাকার যান চলাচল বন্ধ এবং স্থানীয়দের বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।