কড়া নজর প্রতিবেদকঃ
বগুড়ার শিবগঞ্জে “জিন”-এর মাধ্যমে নিঃসন্তান নারীদের চিকিৎসা করানোর আশ্বাস দিয়ে যৌন হয়রানির অভিযোগে হাফেজ রোমান ওরফে রুম্মান হাসান (২৪) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানা পুলিশ শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে “৯৯৯”-এর মাধ্যমে খবর পেয়ে পেয়ে উপজেলার বিহার ইউনিয়নের ফকিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে মানুষের মাথার খুলি, যৌন উত্তেজক ট্যাবলেট, অসংখ্য তাবিজ, যাদুর ঝুলিসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, “জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯-এ একটি ফোন পেয়ে কথিত হাফেজ ও তান্ত্রিক রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। কেউ তার বিরুদ্ধে মামলা করলে তাকে রিমান্ডে নেওয়া হবে। অন্যথায়, ৫৪ ধারায় চালান করে দেওয়া হবে।”
স্থানীয়রা জানান, রোমান নিজেকে হাফেজ ও তান্ত্রিক পরিচয় দিয়ে বাড়িতে আস্তানা খুলে জিনের মাধ্যমে এলাকায় বন্ধ্যা নারীদের চিকিৎসা, অবাধ্য সন্তানকে বাধ্য করা, স্বামী-স্ত্রীর মাঝে সুসম্পর্ক, প্রেম অটুট ও প্রেমের সম্পর্ক স্থাপন করাসহ নানা ধরনের চিকিৎসার নামে সর্বসাধারণকে প্রতারণা করে আসছে। রোমান ওরফে রুম্মান হাসানকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। মানিকগঞ্জের সিংগাইরে কোরআনে হাফেজ পড়তে গিয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়লে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। তারপর থেকেই তার এই ভন্ডামী।
প্রতারক রোমান নারীদের বন্ধ্যাত্ব দূর করার কথা বলে তাদের যৌন হয়রানি ও ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন।
জানা গেছে, অভিযুক্ত রোমানের বাবা আজাহার আলী ফকিরও দীর্ঘদিন এলাকায় তাবিজ-কবজের মাধ্যমে চিকিৎসা করান। তাই রোমানের “জিন-সাধনা”র মাধ্যমে চিকিৎসা দেওয়ার প্রচারণা শুনে বিভিন্ন এলাকার নিঃসন্তান নারীরা তার আস্তানায় ভিড় করতে থাকেন।