কড়া নজর প্রতিবেদকঃ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারে ১১ জন জেলে ছিল। তিন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ট্রলার মালিকসহ আট জেলে। যাদের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।
গত সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন সেখান থেকে থেকে বেঁচে ফেরা সিরাজ মাঝি।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে যাই। মাছ ধরার জাল অর্ধেক তোলার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় সবাই ট্রলারের ভেতরে কেবিনে অবস্থান করছিলেন।’
তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে সেখান থেকে তিনজন জীবিত বের হন। তারা ট্রলারে থাকে জীবনরক্ষাকারী সরঞ্জামের সাহায্যে ভাসতে থাকেন। সাগরের এক প্রান্তে পৌঁছালে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়। বাকি আট জেলে কোথায় কীভাবে আছে জানা যায়নি।’
নিখোঁজ আট জেলে হলেন- নিরব, রুবেল, সিরাজ, ইউসুফ, শহীদ ঝিলাদার, রফিকুল ইসলাম, বজলুর রহমান, দেলোয়ার চৌকিদার। তাদের সবার বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।