
কড়া নজর ডেস্কঃ
আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের অধিকারের সুরক্ষার জন্য পুলিশের নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনা তদন্ত করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। বর্ণবাদী বৈষম্য, অন্যায়, অবিচারের তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ।
আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত শুক্রবার মানবাধিকার পরিষদে এই প্রস্তাবনা উপস্থাপন করে তা সবাইকে গ্রহণ করার আহ্বান জানান। সদস্য রাষ্ট্রগুলো তা গ্রহণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেকে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ এবং পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা এবং একবছরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।