ফেনী পৌরসভার সুলতানপুর এলাকা থেকে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুলাই) সকালে গরু ব্যবসায়ী মোহম্মদ শাহ জালালের (৩৫) লাশ গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে কালামের দুই সহযোগী নাইম হাসান ও সাগরকে গ্রেপ্তার করে। ঘটনার পর থেকে পৌর কাউন্সিলর আবুল কালাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।