কড়া নজর প্রতিবেদকঃ
যশোরের একটি আবাসিক হোটেল থেকে শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ফেনসিডিল ও ইয়াবা এবং মাদকসেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে দুই পুলিশ সদস্যকে।
শহরের মোমিননগর সমবায় সমিতি ভবনের উপরে যশোর আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি চারটি পাইপ লাইটার উদ্ধার করা হয়।
ওই দুই পুলিশ সদস্যের নাম মুজাহিদ (২৭) ও আজম মোল্যা (৩০)। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবল মুজাহিদ ও আজম মোল্যা যশোর আবাসিক হোটেলের ৪১০ নম্বর কক্ষে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কসবা পুলিশ ফাঁড়ির এসআই খায়রুল আলম সেখানে অভিযান চালান। সেখানে তাদের হেফাজত থেকে দুই বোতল ফেনসিডিল ও ১০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের জন্যে বিশেষভাবে তৈরি লাইটার উদ্ধার করা হয়।