কড়া নজর প্রতিবেদকঃ
টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত। সেই সঙ্গে প্রদীপের জামিন নামঞ্জুর এবং তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই অভিযোগপত্র গ্রহণ করেন। দুপুর ১২টা ৫০ মিনিটের প্রদীপকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত ২৭ জুলাই শেখ আশফাকুর রহমানের আদালতে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ অভিযোগপত্র দাখিল করেন। এক মাস পর আজ শুনানি শেষে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন।