কড়া নজর প্রতিবেদকঃ
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার রূপনগর বাড়িগাঁও বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি আহমেদ (১৯) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত রাফি ঢাকার নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। তাদের বাড়ি সাভারের ব্যাংক কলোনি এলাকায়।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানিয়েছেন, পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় একঘণ্টার চেষ্টায় অচেতন অবস্থায় ওই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে তারা। পরে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাফি ও তার চার বন্ধু বেড়াতে গিয়েছিল। বিলের পানিতে গোসল করতে নেমে রাফি স্রোতে তলিয়ে যায়।