কড়া নজর প্রতিবেদকঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় তিতাস নদীতে সোমবার (২৩ আগস্ট) বেলা দুইটার দিকে প্রবল স্রোতে নৌকা উল্টে এক দম্পতি মারা গেছেন। এ ঘটনায় নিহত দম্পতির সাত বছরের শিশু এখনও নিখোঁজ আছে।
ভৈরবনগর-খুলিয়া পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। মৃত রিয়াদ উপজেলার কাইতলার দুলাল মিয়ার ছেলে। নিহতরা হলেন- কাইতলার দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০), তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এবং তাদের একমাত্র মেয়ে মারিয়া (৭)।
নারী ও শিশু মিলিয়ে নৌকায় ৭/৮ জন যাত্রী ছিল। তাদের মধ্যে রিয়াদ ও লিজা আক্তার পানিতে ডুবে মারা যান। তাদের কন্যা সন্তান মারিয়া এখনও নিখোঁজ। বাকিরা কোনো রকমে সাঁতরে বাঁচার চেষ্টা করে। পাশে থাকা একটি মালবাহী নৌকা বাকিদের উদ্ধার করে।