কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুর সদরের ৩১নং ওয়ার্ডের পূর্ব নীলের পাড়া বই পোকা পাঠাগারের উদ্যেগে পাখিদের অভয়াশ্রম অনুষ্ঠান কর্মসূচী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের কর্মসূচী শনিবার (২৪জুলাই) বই পোকা পাঠাগারের প্রতিষ্ঠাতা মন্ডল মাধব চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কবি, চিত্রশিল্পী, সাংবাদিক, লেখকদের প্রচেষ্টায় উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বিভিন্ন গাছে মাটির পাতিল দিয়ে পাখিদের জন্য বাসা বানিয়ে পাখির প্রতি ভালোবাসার উৎসাহ প্রদান করা হয়।
সবাই যেন পাখির বাসা বা পাখির প্রতি যত্নশীল হয় সে বিষয়েও উদ্যেক্তাগণ আলোচনা করেন। পাখিদের প্রতি ভালোবাসাই উক্ত অনুষ্ঠানের মূল বৈশিষ্ট্য।
উক্ত দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কুয়াশা বিন্দু, মুসাফির ইমরান, সাংবাদিক মাসুম বিল্লাহ মাজেদ, কবি মামুন শেখ, আল-আমিন, গোলাম মাওলাসহ আরো অনেকে।