কড়া নজর প্রতিবেদকঃ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন আধাসামরিক পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাটি আফগানিস্তানের প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তালেবান থেকে পৃথক হয়ে যাওয়া এই গোষ্ঠীটি গত মাসে কাবুলের পতনের পরই পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান জোরদার করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে যাওয়ার কারণেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সংখ্যা বেড়েছে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বলেন, কোয়েটার মাস্তুং রোডে এফসি চেকপোস্টে টিটিপি’র আত্মঘাতী হামলার নিন্দা জানাচ্ছি।