কড়ানজর প্রতিবেদকঃ
দেশের টপ সারির নায়িকা পরীমণির বাসায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীর লেক ভিউ ১৯/এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে পরিমণির ফ্ল্যাটে অভিযান শুরু করে র্যাব।
র্যাব সুত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, মরিয়ম আক্তার মৌ, ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় পরিমণির বাসায় এ অভিযান চলছে।
এর পূর্বে নায়িকা পরীমণি তাদের দেখে নিজের ফেসবুক পেজে লাইভ শুরু করেন। লাইভে তিনি অভিযোগ করে বলেন, “আমার বাসায় বিভিন্ন পোশাকের লোকজন এসে ফ্লাটের দরজা খুলতে বলেন। আমি দরজা খুলতে ভয় পাচ্ছি। আমি বনানী থানা এবং সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
এ ব্যাপারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, “কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিমণির বাসায় অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”