কড়ানজর প্রতিবেদকঃ
১লা আগস্ট থেকে শিল্প-কারাখানা খুলে দেওয়ার ঘোষণায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশা গার্মেন্টস কর্মীদের উপচে পড়া ভিড়। বিধিনিষেধ মানা তো দূরের কথা দাড়ানোর জায়গায় ই নেই।
শ্রমিকরা ট্রাক, রিকশা, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা, মটরসাইকেল করে ঢাকা বা আশপাশে আসছে। কঠোর লকডাউনের মধ্যে ফেরিতেও উপচে পড়া ভিড়।