নিষেধাজ্ঞা না মেনে পরীক্ষা —- গাজীপুরে ‘কোনাবাড়ি শাহীন ক্যাডেট’কে জরিমানা
কড়া নজর প্রতিবেদনঃ
গাজীপুরের কোনাবাড়িতে সরকারি নির্দেশ উপেক্ষা করে একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরে গাজীপুর মহানগরের জরুন এলাকায় কোনাবাড়ি শাহীন ক্যাডেট একাডেমি নামে ওই স্কুলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের পরিচালক রেজাউল করিম সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ায় প্রতিষ্ঠানের পরিচালককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।