কড়া নজর প্রতিবেদকঃ
ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ এবং তার সহযোগী তুহিন সিদ্দিক অমিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই প্রতিবেদন জমা দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার পরিদর্শক মো. কামাল হোসেন।
কামাল হোসেন জানান, “তদন্ত করার সময়ে আমি শাহ শহিদুল আলম নামে এক ব্যক্তিকে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে অন্তর্ভুক্ত করেছি। যার নাম আগে এফআইআর-এ ছিল না।”