কড়া নজর প্রতিবেদকঃ
কুমিল্লার দেবীদ্বারে ধর্ষণ চেষ্টা মামলা তুলে না নেওয়ায় এক কিশোরীকে ও তাঁর মা-বাবাকে প্রকাশ্যে লাঠিপেটা করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা সুলতানপুর ইউনিয়নের কুরছাপ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরীর বাবা।
মামলার আসামিরা হলেন কুরছাপ পূর্বপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম ও তার দুই ছেলে মো. কাউছার আহমেদ এবং মো. হাসান, দুই পুত্রবধূ আনিকা ও নারগিস আক্তার।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ধর্ষণচেষ্টার মামলার আসামি মো. হাসানের বড় ভাই কাউছার আহমেদসহ অন্য আসামিরা ভুক্তভোগী কিশোরীর মাকে প্রকাশ্যে লাঠিপেটা করে। এ সময় কাউছারকে স্থানীয়রা থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কিশোরীর মা অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকেন। এর আগে ১৭ ও ১৮ আগস্ট বিকালে কিশোরী ও তার বাবাকে প্রকাশ্যে মারধর করে কাউছার ও তার পরিবারের সদস্যরা।