কড়া নজর প্রতিবেদকঃ
করোনাভাইরাসের কারণে প্রায় দেড়বছরেরও বেশি সময় বন্ধ ছিল সকল শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (১২ সেপ্টেম্বর) ১৮ মাস পর প্রতিষ্ঠানগুলো মুখরিত হয়ে উঠেছে শিক্ষার্থীদের পদচারণায়। দীর্ঘসময় পর স্কুলে যাওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিকে, রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে প্রবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। নিরাপদ দূরত্ব মেনে, মাস্ক পরে প্রায় দেড় বছর পর শিক্ষার্থীদের আনাগোনা শিক্ষকদের মুখেও ফুটিয়েছে হাসি। ফুল দিয়ে স্বাগত জানাতেও দেখা যায় তাদের।
প্রসঙ্গত, গত বছরের মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান বন্ধ ছিল।