কড়ানজর প্রতিবেদকঃ
গাজীপুরে তুরাগ নদে নেমে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর মারুফ হোসেন নামক (১৬) এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহত মারুফ হোসেন (১৬) গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে এবং স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় এই ছাত্র নিখোঁজ হয়। সন্ধ্যা পৌনে ৭টায় ঘটনাস্থলের অদূরে তার মরদেহ পাওয়া যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রহমান জানান, সাকাশ্বর বাজার এলাকায় সকাল ১১টার দিকে তুরাগ নদে মারুফ হোসেনসহ দুইজন গোসল করতে নামেন। এক পর্যায়ে দুইজনই স্রোতের টানে ভেসে যেতে থাকেন। এ সময় এক মাঝি এক জনকে রক্ষা করতে পারলেও মারুফ হোসেন নিখোঁজ হন।
এলাকাবাসী তাকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়াটার রেসকিউয়ার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দলের চার সদস্য দুপুরে গিয়ে মারুফ হোসেনকে উদ্ধার অভিযান শুরু করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে মারুফের লাশ পাওয়া যায়। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।