কড়া নজর প্রতিবেদকঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটিই এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক রোগী। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। আর কেবল চলতি সেপ্টেম্বর মাসে আজকে পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮ জন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ২৮৬ জন এবং ঢাকার বাইরের ৫৭ জন আছেন।
সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১৩৩ জন, আর বাকি ১৪৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।