কড়ানজর প্রতিবেদকঃ
টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুর খবর শুনে মেয়েরও মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২ আগস্ট) বিকালে পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। একদিনে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সখীপুর পৌরসভার চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা রওশনারা বেগম (৫৫) ক্যানসারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার বিকাল সাড়ে ৪টায় তিনি মারা যান। মোবাইল ফোনে মায়ের মৃত্যুর খবর শুনে সঙ্গে সঙ্গেই মেয়ে আকলিমা আক্তার (৩২) জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আকলিমার চাচাতো ভাই আওয়াল তালুকদার বলেন, ‘আমার চাচি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শুনে চাচাতো বোন আকলিমাও স্ট্রোক করে মারা যান।’