জামিনে মুক্তি পেয়েছেন মেজর সিনহার সহযোগী সিফাত

কড়া নজর প্রতিবেদনঃ
কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত। আজ দুপুর ২ টায় তিনি কারাগার থেকে মুক্তে পান। মুক্তি পাওয়ার পর পরই কারাগারের প্রধান ফটকে অপেক্ষামান আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ীতে করে তাকে নিয়ে যাওয়া হয়। ওইসময় জেল গেইটের সামনে বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত থাকলেও সিফাতের সাথে কথা বলতে পারেনি কেউই।।
একইসঙ্গে বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিফাতের মামলাটি তদন্তের ভার দেওয়া হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নকে (র্যাব)।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন।
শুনানি শেষে সিফাতের আইনজীবি এডভোকেট মোহাম্মদ মোস্তফা ও এডভোকেট মাহবুবুল আলম টিপু যৌথ প্রেস ব্রিফিংয়ে জানান, সিফাতের বিরুদ্ধে পুলিশের করা দুটি মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে সিফাতের জামিন মঞ্জুর করেন বিচারক। একইসঙ্গে মামলার তদন্তভার র্যাবকে দেওয়া হয়েছে।
এর আগে রামু থানায় পুলিশের করা অন্য একটি মামলায় স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা দেবনাথ জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।