
চার মাস ধরে কর্মী-কর্মচারীদের বেতন দিচ্ছে না কালিয়াকৈরের পূর্ব চন্দ্রায় অবস্থিত ফেয়ার ট্রেডিং নামে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ। মানবেতর জীবন-যাপন করা প্রায় ৩ শ’ কর্মী বেতনের মধ্যস্থতা করে দেওয়ার আশায় ধর্ণা ধরে পুলিশ সুপারের কাছে। বুধবার সকাল ১০ টায় বৃষ্টি মাথায় নিয়ে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পুলিশ সুপার শামসুন্নাহার কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) দুপুরের পর পোশাক শ্রমিকদের আশ্বস্থ করেন ২৫ জুনের মধ্যে পুলিশ সমুদয় পাওনা আদায় করার ব্যবস্থা করবে। ব্যর্থ হলে কারাখানা মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এই আশ^াসের পর শ্রমিক-কর্মচারীরা এলাকা ত্যাগ করেন।
অবস্থান নেওয়া শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত মাসেও সমঝোতা করে দেওয়ার চেষ্টা করে কালিয়াকৈর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কারখানা মালিক জসিম আহম্মেদকে থানায় ডেকে আনেন। সেখানে যে সমঝোতা হয় কারখানা মালিক তা রক্ষা করেনি।