কড়ানজর প্রতিবেদকঃ
ঢাকার কেরানীগঞ্জ থানার জিঞ্জিরা তাওয়াপট্টি রোড এলাকার একটি বিল্ডিং এর তৃতীয় তলায় গ্যাসের আগুন ছড়িয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১০ অগাস্ট) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন গৃহকর্তা জুলহাস (৫৫), তার স্ত্রী শাহিদা বেগম (৫০) এবং তাদের দুই ছেলে ও এক মেয়ে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে নাস্তা বানানোর জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালালেই নিমিষে আগুন রুমে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সকলেই আগুনে দগ্ধ হন। পরিবর্তীতে এলাকাবাসীরা তাদের কে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থলটি কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা পর্যবেক্ষণ করে জানান, গ্যাস লাইনের রাইজার নষ্ট হওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, এর আগে কেরানীগঞ্জের ভাগৈর এলাকায় (১৫ জুলাই) গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসের সংস্পর্শে আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।