কড়া নজর প্রতিবেদকঃ
প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষায় দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী বিজ্ঞান বিভাগ থেকে ১ লাখ ৩১ হাজার এবং মানবিক ও বাণিজ্য বিভাগের সব শিক্ষার্থীই চূড়ান্ত আবেদন করার সুযোগ পেয়েছেন।
এ পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন। এতে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে আবেদন করেছেন ৫৮,৬৩২ শিক্ষার্থী।
আবেদনকারী শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার তথ্য দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/reg/check-elegiblility) এ ফলাফল জানা যাবে।
পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হবে আগামী ১লা সেপ্টেম্বর থেকে। আবেদন চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রার্থীদের ১ হাজার ২০০ টাকা ফি জমা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।