সড়ক সম্প্রসারণের নামে গাসিকের জবরদস্তি,ভুক্তভোগীদের মানববন্ধন।
কড়া নজর প্রতিবেদকঃ কোন প্রকার ক্ষতিপূরণ ছাড়াই গাজীপুর সিটি করপোরেশন গরীব-নিরীহ লোকজনের বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। এ ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করা হচ্ছে। সড়ক সম্প্রসারণের নামে বুলড্রোজার সন্ত্রাসের প্রতিবাদে আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। পরে তাঁরা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। বেলা ১১ টার দিকে গাসিকের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক নারী-পুরুষ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ঘেঁষে রাজবাড়ি সড়কে মানববন্ধন করে। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার শোভা পায়। এ সময় হ্যান্ড মাইকে একাধিক ভুক্তভোগী বক্তব্য রাখেন। বক্তারা বলেন উন্নয়নের নামে ভেকু ও বুলড্রোজার দিয়ে নির্বিচারে ঘরবাড়ি ভাঙ্গা হচ্ছে। এ সময় প্রতিবাদ জানানো চেষ্টা করলে সন্ত্রাসীদের দিয়ে মারধর করা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহাম্মেদ ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সহিদুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ এনে বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ আইন মেনে সড়ক সম্প্রসারণ করা হউক। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন